A Proud INDIBLOGGER Member

Saturday, September 18, 2010

চলাচল

              চলাচল
যাদুকরের যাদুকরী বিষ্ময়-ইন্দ্রজাল !
জীবনের ফাঁকে গড়িয়ে গড়িয়ে বিকেল,
দুটি হাত বাড়ায় ছোট্ট অনুভুতির ছল,
পায় না ছোঁয়া দিগন্তে কলকোলাহল,
বিগত দিনের চাক্ষুষ পালাবদল-
নতুন আশায় ব্যস্ততার রদবদল |

অশনির ইঙ্গিত বৃষ্টির ধারায় ফাটল,
জলের ধারায় অসীম অনন্ত চলাচল,
গাছের ডালে পাখির বাসার জঙ্গল,
ডানায়-ডানায় আকাশের বুকে সকাল|

নতুনভাবে পৃথিবী আলোয়-আলোয় ঝলমল,
নেই কালো মেঘের গুরুগুরু অথবা  বাদল,
গুচ্ছ সুখ গড়িয়ে পড়ে এ গাল ও গাল,
যাদুকরী যাদুদন্ডে সুখের ভরাকোটাল |

             সুস্মিতা বিশ্বাস

2 comments:

  1. Prothome ami apnake ashesh dhonyobad janabo amar blog e ashar jonno r sundor comment deyar jonno. Amar comment pele amar lekhar utshaho aro bere jai.
    Khub sundor hoyechhe Kobita. Bishesh kore ei line gulo oshadharon legechhe.
    অশনির ইঙ্গিত বৃষ্টির ধারায় ফাটল,
    জলের ধারায় অসীম অনন্ত চলাচল,
    গাছের ডালে পাখির বাসার জঙ্গল,
    ডানায়-ডানায় আকাশের বুকে সকাল|

    ReplyDelete
  2. Basa machh Australia te pawa jai tobe apni je kono boneless machh jeta India te pawa jai kortei paren.

    ReplyDelete