A Proud INDIBLOGGER Member

Wednesday, October 13, 2010

                      উদ্বোধন
            পুজোমন্ডপ সেজেগুজে চকচকে পরিপাটি,
            ছোট্ট ছোট্ট আনন্দের আশায় পায়ে চটি,
          বোধন এর ক্ষণ এ সংকেতের ঢাকে কাঠি,
           শাঁখের ফু, চারিদিকের আনন্দমুখরিত মাটি,
          লাল ফিতের শক্ত বন্ধনে মা দূর্গা বন্দিনী,
         সেলিব্রিটির ঝলমলে উপস্থিতির সময় নেই বাকি,
             জমাট বাধা ভীড়ে এদিক ওদিক ছোটাছুটি,
           ঢাকের তালে তালে নাচছে মন্ডপের ঝাড়বাতি,
        ফিতে কাটলে হবেন মুক্ত বন্দিনী মায়ের বেটা-বেটি|
         হাজারো চোখের আলোয় ঝরবে আনন্দধারা খাঁটি|

                      সুস্মিতা বিশ্বাস
         (উপরের চিত্র এঁকেছেন সুস্মিতা বিশ্বাস)

Monday, October 4, 2010

                  
                            রজনীগন্ধার ডাকে জূঁইফুল
                        
                           তোমার উষ্ণতায় আমায় বাসবে কি ভালো,

                         কোনদিনই বুঝলেই না- ভালবাসি তাই বারেবার,

                        ইচ্ছেনদীর জলে সুখের অনুভূতির ঘ্রান,

                        উঁচু ঝরনার স্রোতে ঝরে পড়ে আবেগের আকুতি-

                        তুমিই আসবে আমারই সেই চেনা মাতাল গন্ধে,

                        মুগ্ধ দৃষ্টির আমন্ত্রনে কাছে কাছে হৃদয়ের স্পন্দন,

                        অতীব প্রেমরাগ গান শোনাবে সুরনদীর অন্তরে,

                        রজনীগন্ধার মিষ্টি আবেগে জূঁইফুল পথে পথে,

                        একটানা ইমন এর সুরে মুছে যাবে বেহাগ,

                        কালো মেঘেরা ছড়াবে রাশি রাশি জূঁই ফুলের ধারা|

                                                সুস্মিতা বিশ্বাস
       

Thursday, September 23, 2010

উমার মর্তে আগমন

        
       উমার মর্তে আগমন

শারদ প্রভাতে ঢাকের বাদ্যিরতালে নাচ,
কাশফুলের গালিচায় বাতাস দোল খায়,
পেঁজাতুলো মেঘের সারিতে মাতোয়ারা ভুবন,
ভোরের মোহময়ী শিউলির গন্ধ - আকাশে বাতাসে |
আলোর রোশনাই এ প্লাবিত পূজামণ্ডপ|
কাল ও ছিল ফুটপাত অন্ধকারে ঢাকা,
ঢাকা ছিল সব লজ্জাও-
জরাজীর্ন শরীর ঢাকা থাকেনা শতচ্ছিন্ন পোশাকে,
চাই একটুখানি অন্ধকার-কেবল রাতটুকু,
শীর্ন শরীর মানায় না যে, দাম্ভিক উগ্র আলোকে|
সকালের আলোয় লজ্জা ?
চেনা লজ্জার শীর্ণশরীরের জঠর জ্বালা,-ভিক্ষার পাত্র |
তাই! এই চারদিন আবার নতুনভাবে লজ্জা,
আলোয় আলোময় যে ফুটপাতের রাতটাও |

                  সুস্মিতা বিশ্বাস

Saturday, September 18, 2010

চলাচল

              চলাচল
যাদুকরের যাদুকরী বিষ্ময়-ইন্দ্রজাল !
জীবনের ফাঁকে গড়িয়ে গড়িয়ে বিকেল,
দুটি হাত বাড়ায় ছোট্ট অনুভুতির ছল,
পায় না ছোঁয়া দিগন্তে কলকোলাহল,
বিগত দিনের চাক্ষুষ পালাবদল-
নতুন আশায় ব্যস্ততার রদবদল |

অশনির ইঙ্গিত বৃষ্টির ধারায় ফাটল,
জলের ধারায় অসীম অনন্ত চলাচল,
গাছের ডালে পাখির বাসার জঙ্গল,
ডানায়-ডানায় আকাশের বুকে সকাল|

নতুনভাবে পৃথিবী আলোয়-আলোয় ঝলমল,
নেই কালো মেঘের গুরুগুরু অথবা  বাদল,
গুচ্ছ সুখ গড়িয়ে পড়ে এ গাল ও গাল,
যাদুকরী যাদুদন্ডে সুখের ভরাকোটাল |

             সুস্মিতা বিশ্বাস

Friday, August 20, 2010

আঁকিবুকি

আকাশ ভরা চাঁদের হাসি,

মনের অসুখ বাসি,

চলার পথে অসি,

গান শোনায় বাঁশের বাঁশি |


ভবের ঘরে চুরি,

খোলা ঘরে লুকোচুরি,

জলের তলায় পায়ের বেড়ি,

ভো-কাট্টা জীবন ঘুড়ি |


আঁকিবুকি কল্পনায় ভাবুক,

অভাবের ঘরে চাবুক,

তাই জড়িয়ে ধরে চিবুক,

নকল ভালবাসায় “গরল ভরা বুক” |


চলার পথে বাধার কাঁটা,

চুলের ভেতর জটা,

মুখে জিলিপির প্যাচ আঁটা,

ছিঃ!ছিঃ! চেহারায় মুখোশ ফাটা |

নারী

লাবণ্যময়ী ধরার গর্ভে ঐশ্বযে গরবিনী

যেন একগোছা রজনীগন্ধা

কবিতার উতসো, হৃদয়ের ছন্দ,তীক্ষ্ণ ও স্বচ্ছ ভাবনা,

বলিষ্ঠ পদক্ষেপ,সুচারু দক্ষতা,সুচেতনা,

এই কি যথেষ্ট?

না! নারীই সৃষ্টি! মাধুয ওশক্তির স্নিগ্ধ সমন্বয়,

হতাশায় সঙ্গীতের সুর,যন্ত্রণা-ক্লিষ্ট অন্তরাত্মার কোমল পরশ,

নারীই ধংস!নারী বেদনার-

ছলনাময়ী কখনোও,কখনও ট্র্যাজিক,

নারী!তুমিই ব্যথ প্রেমের কান্না,একাকী নিঃসঙ্গতারসঙ্গী,

আবার নতুন ব্যক্তিতের অস্ত্র, শান্তির প্রেরণা


নারী! মাতৃত্ব,

নারী!শিল্পীর তুলির টানে”মোনালিসা”,

নারী! মাদার! সন্ত সন্নাসিনীর “শিশুমহল”,

নারীর অন্তরের সুন্দরতার প্রতিফলন “তাজমহল”

নারী তুমি রবিঠাকুরের “চিত্রাঙ্গদা’

আকাশ-পাতাল-মর্তের- সম্রাজ্ঞী,

তবুও হিংস্র পুরুষত্বের সুপ্ত লালসার শিকার “নারী”,

প্রতিবাদ এর ফল-

বীর “বাপি সেন” এর মত শহীদের দল

চেয়েছিল ঢাকতে কিছু লোভী পুরুষের লালসার “লজ্জা”-

এই বিভৎস লালসা, রুচির কাছে যা ঘৃন্য

সভ্য সমাজের মুখে কালির আঁচড়,

উদ্দাম, উচ্সৃন্খল যৌবনের প্রবল আকাঙ্ক্ষা “ধর্ষন”

সভ্যতার পরাজয়


তাই নারী ! আজ পুরুষ সিংহের ন্যায় কঠিন,রুক্ষ,

আদিম জান্তবতার প্রতিবাদের রূপ


একরাশ দায়িত্ব নিজেরই অস্থিস্ত বাঁচাতে-

চাই নারীত্বের উপলব্ধি ও মিলিত শক্তি
নারী আজ “দূর্গা”- অসুর দলনে |