A Proud INDIBLOGGER Member

Thursday, September 23, 2010

উমার মর্তে আগমন

        
       উমার মর্তে আগমন

শারদ প্রভাতে ঢাকের বাদ্যিরতালে নাচ,
কাশফুলের গালিচায় বাতাস দোল খায়,
পেঁজাতুলো মেঘের সারিতে মাতোয়ারা ভুবন,
ভোরের মোহময়ী শিউলির গন্ধ - আকাশে বাতাসে |
আলোর রোশনাই এ প্লাবিত পূজামণ্ডপ|
কাল ও ছিল ফুটপাত অন্ধকারে ঢাকা,
ঢাকা ছিল সব লজ্জাও-
জরাজীর্ন শরীর ঢাকা থাকেনা শতচ্ছিন্ন পোশাকে,
চাই একটুখানি অন্ধকার-কেবল রাতটুকু,
শীর্ন শরীর মানায় না যে, দাম্ভিক উগ্র আলোকে|
সকালের আলোয় লজ্জা ?
চেনা লজ্জার শীর্ণশরীরের জঠর জ্বালা,-ভিক্ষার পাত্র |
তাই! এই চারদিন আবার নতুনভাবে লজ্জা,
আলোয় আলোময় যে ফুটপাতের রাতটাও |

                  সুস্মিতা বিশ্বাস

Saturday, September 18, 2010

চলাচল

              চলাচল
যাদুকরের যাদুকরী বিষ্ময়-ইন্দ্রজাল !
জীবনের ফাঁকে গড়িয়ে গড়িয়ে বিকেল,
দুটি হাত বাড়ায় ছোট্ট অনুভুতির ছল,
পায় না ছোঁয়া দিগন্তে কলকোলাহল,
বিগত দিনের চাক্ষুষ পালাবদল-
নতুন আশায় ব্যস্ততার রদবদল |

অশনির ইঙ্গিত বৃষ্টির ধারায় ফাটল,
জলের ধারায় অসীম অনন্ত চলাচল,
গাছের ডালে পাখির বাসার জঙ্গল,
ডানায়-ডানায় আকাশের বুকে সকাল|

নতুনভাবে পৃথিবী আলোয়-আলোয় ঝলমল,
নেই কালো মেঘের গুরুগুরু অথবা  বাদল,
গুচ্ছ সুখ গড়িয়ে পড়ে এ গাল ও গাল,
যাদুকরী যাদুদন্ডে সুখের ভরাকোটাল |

             সুস্মিতা বিশ্বাস