A Proud INDIBLOGGER Member

Wednesday, October 13, 2010

                      উদ্বোধন
            পুজোমন্ডপ সেজেগুজে চকচকে পরিপাটি,
            ছোট্ট ছোট্ট আনন্দের আশায় পায়ে চটি,
          বোধন এর ক্ষণ এ সংকেতের ঢাকে কাঠি,
           শাঁখের ফু, চারিদিকের আনন্দমুখরিত মাটি,
          লাল ফিতের শক্ত বন্ধনে মা দূর্গা বন্দিনী,
         সেলিব্রিটির ঝলমলে উপস্থিতির সময় নেই বাকি,
             জমাট বাধা ভীড়ে এদিক ওদিক ছোটাছুটি,
           ঢাকের তালে তালে নাচছে মন্ডপের ঝাড়বাতি,
        ফিতে কাটলে হবেন মুক্ত বন্দিনী মায়ের বেটা-বেটি|
         হাজারো চোখের আলোয় ঝরবে আনন্দধারা খাঁটি|

                      সুস্মিতা বিশ্বাস
         (উপরের চিত্র এঁকেছেন সুস্মিতা বিশ্বাস)

Monday, October 4, 2010

                  
                            রজনীগন্ধার ডাকে জূঁইফুল
                        
                           তোমার উষ্ণতায় আমায় বাসবে কি ভালো,

                         কোনদিনই বুঝলেই না- ভালবাসি তাই বারেবার,

                        ইচ্ছেনদীর জলে সুখের অনুভূতির ঘ্রান,

                        উঁচু ঝরনার স্রোতে ঝরে পড়ে আবেগের আকুতি-

                        তুমিই আসবে আমারই সেই চেনা মাতাল গন্ধে,

                        মুগ্ধ দৃষ্টির আমন্ত্রনে কাছে কাছে হৃদয়ের স্পন্দন,

                        অতীব প্রেমরাগ গান শোনাবে সুরনদীর অন্তরে,

                        রজনীগন্ধার মিষ্টি আবেগে জূঁইফুল পথে পথে,

                        একটানা ইমন এর সুরে মুছে যাবে বেহাগ,

                        কালো মেঘেরা ছড়াবে রাশি রাশি জূঁই ফুলের ধারা|

                                                সুস্মিতা বিশ্বাস