A Proud INDIBLOGGER Member

Friday, August 20, 2010

আঁকিবুকি

আকাশ ভরা চাঁদের হাসি,

মনের অসুখ বাসি,

চলার পথে অসি,

গান শোনায় বাঁশের বাঁশি |


ভবের ঘরে চুরি,

খোলা ঘরে লুকোচুরি,

জলের তলায় পায়ের বেড়ি,

ভো-কাট্টা জীবন ঘুড়ি |


আঁকিবুকি কল্পনায় ভাবুক,

অভাবের ঘরে চাবুক,

তাই জড়িয়ে ধরে চিবুক,

নকল ভালবাসায় “গরল ভরা বুক” |


চলার পথে বাধার কাঁটা,

চুলের ভেতর জটা,

মুখে জিলিপির প্যাচ আঁটা,

ছিঃ!ছিঃ! চেহারায় মুখোশ ফাটা |

4 comments:

  1. Kakima apnar kobita pore bhishon bhalo laglo. Apni khub bhalo likhechhen. Amar husband, Sanjoy o kobita lekhe apni or blog nischoi dekhben r comment deben.
    http://chhandik.blogspot.com

    ReplyDelete
  2. কি জানি কখন বন্ধু হলেম
    চুপিচুপি তাই হেথায় এলেম ।
    অরণ্যঘন আকাশ নিয়ে,
    বৃষ্টিভেজা বাতাস নিয়ে,
    চাঁদের হাসির শব্দ নিয়ে
    আরো কতকিছু ছিল সেখানে ...
    দিতে এলাম তার কিছু
    আমার কিছুর থেকে |

    ReplyDelete
  3. Boudi, ghurae gaelam apnar kobitar desh thekey. Niyae gaelam aek rash bhalo laga. Diyae gaelam bar bar phirey aashar protishruti

    ReplyDelete
  4. Apnar comment peye bhishon bhalo laglo.
    Notun kobitar opekkhay roilam.

    ReplyDelete