সবুজের কান্না
চলেছে গাছের “শব” এর অন্তিম-যাত্রা,
নাঃ! নেই শ্মশান যাত্রী, নেই কান্না !
করাতের দাঁতের ধারে “পরাস্ত”
পাখিদের কলতান, অক্সিজেন ভরা বাতাস,
ক্লান্ত পথিকের বিশ্রাম, সবুজের সজীবতা|
সব শেষ! একটার পর একটা গাছের মৃত্যু|
মৃত্যু ! মৃত্যুর পর নতুন সেবায়,
গৃহের শোভা, দরজা-জানালার সুন্দরতা,
আসবাবপত্রে পালিশ এর জেল্লায় ফুটে ওঠবে আভিজাত্য !
আবারও মৃত গাছের টুকরোয় জ্বলেছে মৃত মানুষের শব|
কাঠকুড়োনীর নেই জ্বালানীর চিন্তা,
সভ্যতার সমাজে গড়ে উঠবে গগনচুম্বী ইমারত
আভিজাত্যের গন্ধে ধুঁকবে ক্লান্ত বাতাস,
নীড় হারা পাখিরা ফিরে যাবে গহন বনে,
সৃস্টির নেশায় ব্যস্ততার সভ্য সমাজ ;
ভুলে যাবে অতীতের বনবনানীর “সবুজের কান্না” |
This comment has been removed by the author.
ReplyDeleteasadharon.....
ReplyDeletebepok hoyeche...
ReplyDeleteki daruuuuuuun.....khub taratari arekta post paoar opekhhay roilam didi...
ReplyDeletedurdanto hoyeche...aro chai erakam.....
ReplyDeleteit was totally a mixed feelings i got after reading to it....coz the matter of the poem gives us sorrow and the innovation of yours gives us immense pleasure...Great work!!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesobuj ke bachanor jonno apnar prochesta ta atulonio....eivabei egiye asa uchit amader sobar...
ReplyDeletesobujer kanna... mon k chue gelo... darun hoyeche...
ReplyDelete