উদ্বোধন
পুজোমন্ডপ সেজেগুজে চকচকে পরিপাটি,
ছোট্ট ছোট্ট আনন্দের আশায় পায়ে চটি,
“বোধন” এর ক্ষণ এ সংকেতের ঢাকে কাঠি,
শাঁখের ফু, চারিদিকের আনন্দমুখরিত মাটি,
লাল ফিতের শক্ত বন্ধনে “মা দূর্গা” বন্দিনী,
“সেলিব্রিটি”র ঝলমলে উপস্থিতির সময় নেই বাকি,
জমাট বাধা ভীড়ে এদিক ওদিক ছোটাছুটি,
ঢাকের তালে তালে নাচছে মন্ডপের ঝাড়বাতি,
ফিতে কাটলে হবেন “মুক্ত” বন্দিনী মায়ের বেটা-বেটি|
হাজারো চোখের আলোয় ঝরবে আনন্দধারা খাঁটি|
সুস্মিতা বিশ্বাস
(উপরের চিত্র এঁকেছেন সুস্মিতা বিশ্বাস)
Shubhechha janai durga pujor..khub shundar kobita...
ReplyDeleteসপরিবারে এসেছেন মা বাপের বাড়ি তে কবিতা মায়ের আগমনি শুনে বড় উদাস হলেম
ReplyDeleteDear Susmita
ReplyDeleteSubho Vijaya ,,toma-ke are BaDi-r sabai-ke.
Bhalo theko