আকাশ ভরা চাঁদের হাসি,
মনের অসুখ বাসি,
চলার পথে অসি,
গান শোনায় বাঁশের বাঁশি |
ভবের ঘরে চুরি,
খোলা ঘরে লুকোচুরি,
জলের তলায় পায়ের বেড়ি,
ভো-কাট্টা জীবন ঘুড়ি |
আঁকিবুকি কল্পনায় ভাবুক,
অভাবের ঘরে চাবুক,
তাই জড়িয়ে ধরে চিবুক,
নকল ভালবাসায় “গরল ভরা বুক” |
চলার পথে বাধার কাঁটা,
চুলের ভেতর জটা,
মুখে জিলিপির প্যাচ আঁটা,
ছিঃ!ছিঃ! চেহারায় মুখোশ ফাটা |
Kakima apnar kobita pore bhishon bhalo laglo. Apni khub bhalo likhechhen. Amar husband, Sanjoy o kobita lekhe apni or blog nischoi dekhben r comment deben.
ReplyDeletehttp://chhandik.blogspot.com
কি জানি কখন বন্ধু হলেম
ReplyDeleteচুপিচুপি তাই হেথায় এলেম ।
অরণ্যঘন আকাশ নিয়ে,
বৃষ্টিভেজা বাতাস নিয়ে,
চাঁদের হাসির শব্দ নিয়ে
আরো কতকিছু ছিল সেখানে ...
দিতে এলাম তার কিছু
আমার কিছুর থেকে |
Boudi, ghurae gaelam apnar kobitar desh thekey. Niyae gaelam aek rash bhalo laga. Diyae gaelam bar bar phirey aashar protishruti
ReplyDeleteApnar comment peye bhishon bhalo laglo.
ReplyDeleteNotun kobitar opekkhay roilam.