লাবণ্যময়ী ধরার গর্ভে ঐশ্বযে গরবিনী
যেন একগোছা রজনীগন্ধা
কবিতার উতসো, হৃদয়ের ছন্দ,তীক্ষ্ণ ও স্বচ্ছ ভাবনা,
বলিষ্ঠ পদক্ষেপ,সুচারু দক্ষতা,সুচেতনা,
এই কি যথেষ্ট?
না! নারীই সৃষ্টি! মাধুয ওশক্তির স্নিগ্ধ সমন্বয়,
হতাশায় সঙ্গীতের সুর,যন্ত্রণা-ক্লিষ্ট অন্তরাত্মার কোমল পরশ,
নারীই ধংস!নারী বেদনার-
ছলনাময়ী কখনোও,কখনও ট্র্যাজিক,
নারী!তুমিই ব্যথ প্রেমের কান্না,একাকী নিঃসঙ্গতারসঙ্গী,
আবার নতুন ব্যক্তিতের অস্ত্র, শান্তির প্রেরণা
নারী! মাতৃত্ব,
নারী!শিল্পীর তুলির টানে”মোনালিসা”,
নারী! মাদার! সন্ত সন্নাসিনীর “শিশুমহল”,
নারীর অন্তরের সুন্দরতার প্রতিফলন “তাজমহল”
নারী তুমি রবিঠাকুরের “চিত্রাঙ্গদা’
আকাশ-পাতাল-মর্তের- সম্রাজ্ঞী,
তবুও হিংস্র পুরুষত্বের সুপ্ত লালসার শিকার “নারী”,
প্রতিবাদ এর ফল-
বীর “বাপি সেন” এর মত শহীদের দল
চেয়েছিল ঢাকতে কিছু লোভী পুরুষের লালসার “লজ্জা”-
এই বিভৎস লালসা, রুচির কাছে যা ঘৃন্য
সভ্য সমাজের মুখে কালির আঁচড়,
উদ্দাম, উচ্সৃন্খল যৌবনের প্রবল আকাঙ্ক্ষা “ধর্ষন”
সভ্যতার পরাজয়
তাই নারী ! আজ পুরুষ সিংহের ন্যায় কঠিন,রুক্ষ,
আদিম জান্তবতার প্রতিবাদের রূপ
একরাশ দায়িত্ব নিজেরই অস্থিস্ত বাঁচাতে-
চাই নারীত্বের উপলব্ধি ও মিলিত শক্তি
নারী আজ “দূর্গা”- অসুর দলনে |
আরো এমন লেখ । ভালো লাগল ।
ReplyDelete