সবুজের কান্না
চলেছে গাছের “শব” এর অন্তিম-যাত্রা,
নাঃ! নেই শ্মশান যাত্রী, নেই কান্না !
করাতের দাঁতের ধারে “পরাস্ত”
পাখিদের কলতান, অক্সিজেন ভরা বাতাস,
ক্লান্ত পথিকের বিশ্রাম, সবুজের সজীবতা|
সব শেষ! একটার পর একটা গাছের মৃত্যু|
মৃত্যু ! মৃত্যুর পর নতুন সেবায়,
গৃহের শোভা, দরজা-জানালার সুন্দরতা,
আসবাবপত্রে পালিশ এর জেল্লায় ফুটে ওঠবে আভিজাত্য !
আবারও মৃত গাছের টুকরোয় জ্বলেছে মৃত মানুষের শব|
কাঠকুড়োনীর নেই জ্বালানীর চিন্তা,
সভ্যতার সমাজে গড়ে উঠবে গগনচুম্বী ইমারত
আভিজাত্যের গন্ধে ধুঁকবে ক্লান্ত বাতাস,
নীড় হারা পাখিরা ফিরে যাবে গহন বনে,
সৃস্টির নেশায় ব্যস্ততার সভ্য সমাজ ;
ভুলে যাবে অতীতের বনবনানীর “সবুজের কান্না” |