উমার মর্তে আগমন
শারদ প্রভাতে ঢাকের বাদ্যিরতালে নাচ,
কাশফুলের গালিচায় বাতাস দোল খায়,
পেঁজাতুলো মেঘের সারিতে মাতোয়ারা ভুবন,
ভোরের মোহময়ী শিউলির গন্ধ - আকাশে বাতাসে |
আলোর রোশনাই এ প্লাবিত পূজামণ্ডপ|
কাল ও ছিল ফুটপাত অন্ধকারে ঢাকা,
ঢাকা ছিল সব লজ্জাও-
জরাজীর্ন শরীর ঢাকা থাকেনা শতচ্ছিন্ন পোশাকে,
চাই একটুখানি অন্ধকার-কেবল রাতটুকু,
শীর্ন শরীর মানায় না যে, দাম্ভিক উগ্র আলোকে|
সকালের আলোয় লজ্জা ?
চেনা লজ্জার শীর্ণশরীরের জঠর জ্বালা,-ভিক্ষার পাত্র |
তাই! এই চারদিন আবার নতুনভাবে লজ্জা,
আলোয় আলোময় যে ফুটপাতের রাতটাও |
সুস্মিতা বিশ্বাস